আজ উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে জেনে নিন
মালদা আপডেট ডেস্ক: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে, ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে। তবে সপ্তাহের শেষে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে।
No comments: