রাস্তা সম্প্রসারণের জন্য শুরু হল গাছ কাটার প্রক্রিয়া
মালদা আপডেট ডেস্ক: রাস্তা সম্প্রসারণের জন্য ফের শুরু হল গাছ কাটার প্রক্রিয়া। ময়নাগুড়ি রামশাইগামী পূর্ত দপ্তরের সড়ক সম্প্রসারণ করার জন্য ইতিমধ্যে প্রায় সাতশোর বেশি গাছ কাটার বরাত পেয়েছে বন উন্নয়ন নিগম। সোমবার থেকে রামশাই বাজার, বারো হাতি, আমগুড়ি বাজার সহ পাশ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গা জুড়ে গাছ কাটা হয়েছে। বিগত কয়েক মাস ধরে গাছ কাটার প্রক্রিয়া বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে গাছ কাটার প্রক্রিয়া। এই কাজের দায়িত্বে থাকা বন উন্নয়ন নিগমের তরফে কাটা হচ্ছে গাছ।
পূর্ত দপ্তর সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই রাস্তা চওড়ার কাজ দ্রুত শুরু করা হবে। বহু বছরের পুরাতন গাছগুলি কাটায় পরিবেশ প্রেমীরা নিন্দায় সরব হয়েছেন। তাঁরা জানান, বেশ কিছু গাছ পঞ্চাশ বছরের বেশি সময়ের গাছ। এই গাছগুলি কেটে ফেলায় পরিবেশের ওপর যথেষ্ট প্রভাব পড়বে।
No comments: