দুর্বল বাঁধ, ভারী বৃষ্টি, মালদায় জারি হলুদ সতর্কতা

Odd বাংলা ডেস্ক: অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।ভারী বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা। 

এখন মালদার আবহাওয়ার অবস্থা ক্রমে বেগতিক হলে বন্যার বড় সম্ভাবনা। প্রতি বছর মালদায় ভাঙন ধরে গঙ্গায়। গঙ্গায় তলিয়ে যায় বহু বাড়ি, রাস্তাঘাট থেকে কৃষিজমি। বর্ষা এলেই গৃহহীন হয় অনেক পরিবার। এই বছরও দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে রতুয়া ও কালিয়াচকের বহু গ্রামে। মালদায় গঙ্গার নিম্নগতি ও ৮ কিমি বাঁধ মেরামতি ও সংস্কারের দায়িত্বে রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ফারাক্কা ব্যারেজ। তাই ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবিতে সোমবার ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। ছিলেন মালদার যুব তৃণমূল সভাপতি এবং বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক।

No comments:

Powered by Blogger.