নির্বাচনের ঠিক আগে আগ্নেয়াস্ত্র সহ আটক ১

মালদা আপডেট ডেস্ক: আমলিতলা থেকে খবরের সূত্র মারফত মোথাবাড়ি থানার ওসি মৃণাল  চ্যাটার্জির নেতৃত্বে এ এস আই বুলবুল বাবু আমলিতলা  এলাকায় তদন্ত  চালান। 

এবং মোথাবাড়ি থানার অন্তর্গত কুত্তু মন্ডল টোলা। এলাকা থেকে ভরত কুমার 19 কে  এক  রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

এদিন মোথাবাড়ি থানার পুলিশ ধৃত ভরত কুমার কে  মালদা জেলা আদালতে পেশ করেছেন। 

মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী অভিযুক্ত ব্যাপারে জানতে ঝাড়খন্ড থানায় ফোন করলে সেই ঝাড়খন্ড থানার ওসি জানান এই অভিযুক্ত এই ধরনের অনেক কেশের সঙ্গে জড়িত রয়েছে ।

1 comment:

  1. Blackjack for Win at The Casino - KTNV
    The 부천 출장마사지 Blackjack 속초 출장마사지 variant 강원도 출장마사지 is the same as in roulette, but instead of straight 화성 출장안마 up, you just pick the dealer's card and bet on 대구광역 출장샵 a strategy that's not

    ReplyDelete

Powered by Blogger.