হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের বিরুদ্ধে দলীয় উত্তরীয় পরে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ


মালদা আপডেট ডেস্ক: 43 হবিবপুর বিধানসভার কানতুর্কা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 193 নম্বর বুথে ভোট চলাকালীন পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। এই ঘটনায়, দলীয় উত্তরীয় পড়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালান বলে অভিযোগ  বিরোধীদের। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। এই ঘটনায় নজর নেই কেন্দ্রীয় বাহিনীর। প্রার্থী ভোট কেন্দ্রে ঢোকার সময় তার  আই কার্ড দেখে প্রবেশ করতে দিলেও গলায় মে তাঁর দলীয় উত্তরীয় রয়েছেন এ বিষয়ে নজর দেননি কেন্দ্র বাহিনী।

No comments:

Powered by Blogger.