রতুয়াতে ভোটের প্রচারে হাজির "বেদের মেয়ে জৎস্না"


মালদা আপডেট ডেস্ক: রতুয়া বিধানসভার নির্দল প্রার্থী পায়েল খাতুন এর সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ । সোমবার সকাল থেকে রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর ,আড়াইডাঙ্গা ,মির্জাদপুর সহ বিভিন্ন এলাকায় রোড শো এর মাধ্যমে ভোট প্রচার চালান নির্দল প্রার্থী পায়েল খাতুন সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। অভিনেত্রীকে দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমায় মানুষজন । আগামী 26 এপ্রিল ফুটবল চিহ্নে ভোট দেবার অনুরোধ জানায় নির্দল প্রার্থী ও অভিনেত্রী।

No comments:

Powered by Blogger.