মালদায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু
মালদা Update ডেস্ক: রেললাইন পেরোতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার রেললাইনে। এই ঘটনার খবর পেয়ে তদন্তে আসে মালদা টাউন স্টেশনে জিআরপি। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজীব মন্ডল (৩০)। তার বাড়ি অরবিন্দ পার্ক এলাকায় । এদিন আপ লাইন পার হওয়ার সময় অসতর্ক থাকায়, একটি মালগাড়ি হঠাৎই চলে আসে । তাতেই কাটা পড়ে ওই ব্যক্তি । রাজীব মন্ডলের দেহ দুই খন্ড হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় লোকজন জমে যায়। পরে খবর পেয়ে মালদাটাউন স্টেশনের জিআরপি কর্তারা ছুটে আসে।
প্রাথমিক তদন্তে জিআরপির তদন্তকারী কর্তারা জানিয়েছেন, মোবাইলে কথা বলার কারণেই অসতর্ক বশতই এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
No comments: