এবার মালদার মানিকচক কলেজের মেরিট লিস্টে নেহা কক্করের নাম
মালদা Update ডেস্ক: কলকাতার আশুতোষ কলেজে এর আগে মেরিট লিস্টে এক নম্বরে নাম ছিল সানি লিওনের। এবার মালদার মানিকচক কলেজের প্রভিশনাল মেরিট লিস্টে নেহা কক্কর এর নাম । বিএ জেনারেল শাখায় ভর্তির আবেদনকারী নেহা কক্কর। প্রভিশনাল মেরিট লিস্টে ওই নাম দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের । এছাড়া আবেদনকারী উচ্চমাধ্যমিকে পাঁচশোর মধ্যে পাঁচশ নম্বর পাওয়ায় আরো সন্দেহ বাড়ে। মেধাতালিকা তৈরির দায়িত্বে থাকা সংস্থার সাহায্য নিয়ে চূড়ান্ত মেধাতালিকা থেকে পরে বাদ দেওয়া হয় ওই নাম। মানিকচক থানা এবং মালদহ সাইবারক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে মানিকচক কলেজ।
No comments: