মানিকচকে মহিলা কর্মী সভা করলেন মৌসম নূর
Odd বাংলা ডেস্ক: দলীয় প্রার্থীর সমর্থনে মহিলা কর্মী সভা করল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূর । শুক্রবার সন্ধ্যায় মানিকচক বিধানসভার অন্তর্গত শোভানগর অঞ্চলের বুদিয়া মোড় এলাকায় কয়েক হাজার মহিলাদের কে নিয়ে একটি সভা করেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর ।
তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে এদিনের সভায় কেন্দ্র করে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সভায় বক্তব্য দিতে গিয়ে মৌসুম নূর বলেন বিজেপি ও জোট প্রার্থীকে ভোট দেবেন না কারণ তারা জাতি ধর্ম নিয়ে রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরের উন্নয়ন করেছে তা দেখে মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরো বলেন বর্তমানে বিজেপি প্রার্থী কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মালদা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন ক্ষমতার লোভে অর্থের লোভে সে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছে অতএব লোভী মানুষদের আপনারা ভোট দেবেন না।
No comments: