মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস কালিয়াচকে, ধৃত দুই
মালদা Update ডেস্ক, কালিয়াচক: চোরাই মোবাইল পাচার চক্রের সাফল্য পেল মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রের খবরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় বাহান্নকুড়ি এলাকায়।৩০টি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতদের নাম লালন শেখ(২৮)। দুইশত বিঘি এলাকার বাসিন্দা।ওপর জন সাবির মিঞা(২৬) চরি অনন্তপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাহান্নকুড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ।সেখানেই উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে থাকা দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৩০টি নামিদামি কোম্পানির মোবাইল।
এরপরই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।সমস্ত মোবাইল চুরির বলে জানিয়েছে পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করার সাথে এই মোবাইল পাচার সঙ্গে আরো কারা জড়িত তাদের খোঁজে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
No comments: