মানিকচকে উদ্ধার হল উট, গ্রেফতার ১



মালদা Update ডেস্ক: একটি উট উদ্ধার করল মানিকচক থানার পুলিশ পুলিশ।মানিকচকের মোহনা লক্ষ্মীপুর এলাকায় একটি আম বাগানের মধ্যে মালিকহীন অবস্থায় কয়েক ঘণ্টা ধরে গাছে বাধা রয়েছে উট।এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে উটটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।কিভাবে এই উট আমবাগানে আসলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। 



 উটটি শারীরিকভাবে অসুস্থ আঘাত থাকায় মানিকচক থানা প্রাঙ্গণে পুলিশের তরফে জানানো হচ্ছে তার চিকিৎসা চলছে। এ প্রসঙ্গে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি উটটি শারীরিকভাবে চিকিৎসা করানোর পর প্রশাসনিক মাধ্যমে রাজস্থানের পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

No comments:

Powered by Blogger.