মালদায় ঘুরে দাঁড়াচ্ছে DYFI, তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএমের যুব সংগঠনে ৫০ যুবা
মালদা Update ডেস্ক: লক্ষ্য একুশের নির্বাচন।তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া সিপিআইএম। নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএমের যুব সংগঠন DYFI এ যোগ দিলেন প্রায় 50 টি পরিবারের যুবক ও যুবতীরা।এই দিন চাঁচল 1 নং ব্লকের অঞ্চলের শীতলপুর গ্রামের প্রায় ৫০টি পরিবারের যুবক-যুবতীরা সিপিআইএমের যুব সংগঠন DYFI এ যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন DYFI লোকাল কমিটির সম্পাদক সানাউল্লাহ খান।DYFI লোকাল কমিটির সম্পাদক সানাউল্লাহ খান বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই, বেকার যুবক যুবতীরা কোন কাজ পাচ্ছেন না। চাকরি পেতে হলে তৃণমূলের নেতাদের ঘুষ দিতে হচ্ছে।তাই এই জন্য তারা এই দিন সিপিআইএমের যুব সংগঠন DYFI এ যোগদান করেন। তাদের দলের স্বাগত জানান,
সিপিআইএমের যুব সংগঠন DYFI এ লোকাল কমিটির সদস্যরা।
No comments: