ইংরেজবাজার থেকে গ্রেফতার চার ডাকাত


মালদা Update ডেস্ক, ইংরেজবাজার: শহরের ফার্ম এলাকা থেকে চারজনের এক ডাকাত দলকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বড়োসড়ো ক্রাইম করার উদ্দেশ্যে চার যুবক হাতে হাসুয়া, রড, হ্যাকসো ব্লেড সহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ সেখানে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের নাম সোকু পাল, রাহুল শেখ, অভিজিৎ ঘোষ, আপ্পু সিংহ। প্রত্যেকের বাড়ি ইংরেজবাজার ব্লকের বিভিন্ন এলাকায়। তদন্ত সাপেক্ষে শুক্রবার চারজনকেই মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:

Powered by Blogger.