মাদার টেরেজার জন্মদিন পালন করল ইংরেজবাজার পৌরসভা


মালদা Update ডেস্ক: মাদার টেরেজার 111 তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। প্রতি বছরের ন্যায় এবছরও মালদা শহরের 320 মোড়ে অবস্থিত মাদার টেরেজার মূর্তিতে মাল্যদান এর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। তবে এবছর করোনা সংক্রমনের জেরে সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার। 

তার পাশাপাশি মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে কোঠাবাড়ি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের। মাদার টেরেজার প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবলা সরকার। তার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাদার টেরেজার জন্মদিন কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় কোঠাবাড়ি এলাকায়।

No comments:

Powered by Blogger.