মালদায় বিজেপিতে ভাঙন, কয়েকশো কর্মী যোগ দিল তৃণমূলে



মালদা Update ডেস্ক: ফের বিজেপিতে ভাঙন ধরালো প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।এদিন মালতিপুর বিধানসভা এলাকায় কয়েকশো বিজেপির কর্মী তৃণমূলে যোগ দান করেন। এদিন চাঁচল ২ ব্লকের খেমপুর গ্রামপঞ্চায়েতের চণ্ডীমহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে ওই দলবদলের কর্যটি হয়। এদিন ওই বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূলে যোগ দান করেন। জানা যায়, আগামী বিধানসভা নির্বাচনকে উওর মালদা কেন্দ্রটি কে পাখির চোখ করেছে জেলা তৃণমূল। তাই বিশেষ করে মালতিপুর বিধানসভার বিজেপির ঘাঁটি গুলিকে ভাঙতে চলেছে তৃণমূল। এদিন ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচল ২ ব্লকের তৃণমূলের সভাপতি হাবিবুর রহমান সহ আরও অনেক।

No comments:

Powered by Blogger.