বাজারে জাল স্যানিটাইজার ছেয়ে গিয়েছে, হরিশচন্দ্রপুরের মহিলারা এবার তৈরি করবে স্যানিটাইজার



মালদা Update ডেস্ক: দিনের-পর-দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাস করোনার সংক্রমণ। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে সরকার থেকে চিকিৎসক মহল। কিন্তু এই সুযোগে বাজার ছেয়ে গিয়েছে অসংখ্য হ্যান্ড স্যানিটাইজারে। কি করে বুঝবেন কোনটা আসল কোনটা নকল? তাই সঠিক হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের উদ্যোগ নিল ব্লক প্রশাসন। সোমবার হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রশিক্ষণ শুরু হয়। এদিন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা চক্রবর্তী, আনন্দধারা জেলার প্রশিক্ষক আব্দুল সত্তার সহ হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শেখানো হয় কিভাবে তারা এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবেন। জানা গিয়েছে সাত দিন ধরে স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী দের নিয়ে এই প্রশিক্ষণ শিবির চলবে।

No comments:

Powered by Blogger.