মালদায় ইউপিআই পেমেন্ট কেলেঙ্কারিতে দুই যুবক গ্রেফতার
মালদা Update ডেস্ক: ইউপিআই পেমেন্ট কেলেঙ্কারিতে দুই যুবককে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের বাঁশবাড়ির বাসিন্দা রানা বিশ্বাসের একটি পেট্রোলপাম্প রয়েছে কালুয়াদিঘিতে। বেশ কয়েকদিন ধরে কিছু যুবক তাঁর পেট্রোলপাম্পে তেল ভরানোর পাশাপাশি বিভিন্ন আছিলায় ইউপি আই পেমেন্ট করে নগদ টাকা নিতে থাকে।
বেশ কয়েকদিন ধরে এই ঘটনা চলতে থাকায় রানাবাবুর সন্দেহ হয়। আজ সকালে ফের দুই যুবক পেট্রোল নেওয়ার পাশাপাশি পরিবারের লোক অসুস্থ থাকার বাহানায় ইউপিআই পেমেন্ট করে নগদ টাকা চান। এরপরেই রানাবাবু তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্তোষজনক উত্তর না মেলায় তিনি তাদের আটকে রেখে মালদা থানায় খবর দেন। মালদা থানা মারফত খবর পেয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরপর ওই দুই যুবকের মোবাইল থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট ও হোয়াটস অ্যাপে তথ্য আদানপ্রদান নজরে আসে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৮৪ হাজার টাকা। গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃত দুই যুবকের নাম মহঃ তাবারক হোসেন ও মহঃ আসরাফুল হক। দুজনেই গাজোলের রাজারামচকের বাসিন্দা।বাইট-রানা বিশ্বাস (পেট্রোল পাম্পের মালিক)।
No comments: