সাঁওতালি কবিতা: ইঞাঃ আঁশ



ধৗরতিরে তেঁগো কাতে লল ধিপৗং বালি—
ইঞ অং আকাদৗঞ—বারয়া লুটি ফাদা কাতে,
ইঞাঃ আঁশ—ধৗরতি রেয়াড়ঃ মা!
বাঞ্চাও হচ আন ক—কাটিজ্ তালাং দাঃ রেন
চিলবিলৗও ডৗঁড়কৗ হাকো।
বাঞ্চাও হচ আন ক—ধৗরতিরেন খাটুওয়ৗ
হেঁদে লোবোঃ মুউচ্।
ফারকাও ছিৎয়ৗও হচ আন উড়মালাও দুলৗড়,
অৗনৗড়ি মৗনমি মনে জিউয়ী রেনাঃ
রিলৗ মালা উপুরুম চিপিনৗহৗপ
সৗগৗই হচ আন—মিৎ খুঁদড়ি রৗপুৎ কাঁত্ দানাং
তেরদেজ্ লেকা।
ইঞদঞ খজ্ কানা ধৗরতি রেয়াড়ঃ মা।
বোরকেতঃ মা আনমানাও দুলৗড়।




ভাবানুবাদঃ || আমার আশা ||
গরম বালির ঢিপির ওপর দাঁড়িয়ে
আমি দুটি ঠোঁট ফাঁক করে ফুঁ দিয়ে যাই
আহা, পৃথিবী শীতল হোক,
অল্প জলেতে কিলবিল করে দাঁড়িয়ারা বেঁচে থাকুক,
আর বেঁচে থাকুক খেটে খাওয়া কালো খুদি পিঁপড়ের দল।
আনাড়ি মানুষের মনে বেঁচে থাক
সুকোমল প্রেম, তাদের কুঁড়ে ঘরের
ভাঙা পাঁচিলের পেছনে স্নিগ্ধ চাঁদের আলো উঠুক,
অন্ধকার সরিয়ে সুবাসিত হোক অমল বাতাস।
আমি এই পৃথিবীতে খুঁজে যাচ্ছি সত্যিকারের ভালবাসা

No comments:

Powered by Blogger.