গাজোলে মানসিক অবসাদের চরম পরিণতি, গাছে ফাঁসি দিয়ে আত্মঘাতী মহিলা



মালদা Update ডেস্ক: গাজোলে মানসিক অবসাদগ্রস্ত এক মহিলা আত্মঘাতী হয় তার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গাজোল থানার পুলিশ। জানা যায় ওই মহিলার নাম শ্যামলী হালদার বয়স 40 তার বাড়ি গাজলে বারডাঙ্গা এলাকায় ।ওই মহিলার জামাইবাবু মনোরঞ্জন বিশ্বাস বলেন আমার শালি শ্যামলী হালদার দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত রোগে ভুগছিলেন । বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয় হঠাৎ করে আজ সে বাড়ির অদূরে প্রায় 100 মিটার দূরে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়। আমরা তাকে উদ্ধার করে গাজোল হসপিটালে নিয়ে আসি ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গাজোল থানার পুলিশ।

No comments:

Powered by Blogger.