লকডাউনে বিপর্যস্ত মানুষের পাশে সামসি যুব সেবাকেন্দ্রের সদস্যরা
মালদা আপডেট ডেস্ক: মারণ ভাইরাস করোনার সংক্রমণ রুখতে গোটা দেশ ও রাজ্যজুড়ে লাগু করা হয়েছিল লকডাউন। এই লকডাউনে বিপর্যস্ত বহু অসহায় মানুষ। তাই সে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সামসি যুব সেবাকেন্দ্রের একদল যুবক। এদিন তারা সামসী কান্দরণ এলাকার কাজলদীঘি গ্রামে বেশ কিছু অসহায় পরিবার গুলোর পাশে গিয়ে দাঁড়ান।তারা নিজেদের সঞ্চিত অর্থ বিয়ে ওই এলাকার বেশ কিছু অসহায় শিশু ও বৃদ্ধ জনেদের জামাকাপড় কিনে দেন। ওই সংস্থার এক সদস্য জানান, আমরা শুনেছিলাম ওই এলাকার গরীব দুস্থ মানুষের এত অসহায়। তাই আমরা আমাদের সঞ্চিত অর্থ দিয়ে এলাকার ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধদের নতুন বস্ত্র দিলাম। শুধু তাই নয় ভবিষ্যতে ওই পরিবার গুলোর পাশে আমরা সব সময়ের জন্য রয়েছি। নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি ওই এলাকার শিশু ও বয়স্করা।
No comments: