বাল্যবিবাহ আটকে নজির গড়ল মানিকচক থানার পুলিশ



মালদা Update ডেস্ক: বিয়ের অনুষ্ঠান বাড়িতে হঠাৎ থানা পুলিশের। পুলিশকে দেখে বিয়ে বাড়িতে কার্যত ছুটাছুটি শুরু হয়ে যায়। তৎপরতার সাথে এক নাবালিকার বিয়ে রুখল মানিকচক থানার পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল নুরপুর অঞ্চলের খুমড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই এক নাবালিকার বিবাহের আয়োজন করেছিল পরিবারবর্গ। তৎপরতার সাথে পুলিশ পৌঁছে বিয়ে বন্ধ করে দেয়। নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

 পুলিশ জানিয়েছে, প্রাপ্ত বয়স হওয়ার আগেই নাবালিকার বিবাহের আয়োজন করেছিল পরিবার। খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিয়ের সমস্ত রকম অনুষ্ঠান কর্মসূচি। পরবর্তীতে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি মুচলেখা লেখানো হয়। যেখানে নাবালিকার পরিবারের তরফে স্বীকারোক্তি দেওয়া হয় প্রাপ্তবয়স্ক না হলে মেয়ের বিয়ে দেব না। প্রশাসনিক দিক খতিয়ে দেখার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই নাবালিকাকে। এপ্রসঙ্গে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, গ্রাম গঞ্জের মানুষের মধ্যে এখনো সচেতনতা একটু হলেও নাবালিকার বিয়ে নিয়ে সচেতনতা অভাব রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে মানিকচকের গ্রাম্য স্তর গুলিতে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সহযোগিতা নিয়ে পুলিশ বিভিন্ন রকম ভাবে সচেতনতা মূলক প্রচার অভিযান চালাবে। মানুষ যাতে সতর্ক হয় নাবালিকার বিয়ে যেন একেবারেই বন্ধ হয় সেই প্রচার করা হবে।

No comments:

Powered by Blogger.