লক্ষ্য ২০২১, মালদার বামনগোলায় প্রতিষ্ঠিত বিজেপির পার্টি অফিস



মালদা Update ডেস্ক: আগামী ২০২১ বিধানসভা কে সামনে রেখে এখন থেকে ময়দানে নেমে পড়েছে বামনগোলা ব্লক বিজেপি। বামনগোলা ব্লক বিজেপির পক্ষ থেকে এদিন বামনগোলায় নালাগোলায় অস্থায়ীভাবে ভারতীয় জনতা পার্টি অফিস উদ্বোধন করা হয়। আজ সকাল ১১টায় নালাগোলা বাসস্ট্যান্ডে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এদিন ভারতের জনতা পার্টির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল প্রথমে নারকেল ফাটিয়ে ফিতে কেটে ওই দলীয় কার্যালয় উদ্বোধন করেন। শেষে দলীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। এদিন দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু, বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিব রায়, জেলা পরিষদের মেম্বার বীণা কীর্তনীয়া,বামনগোলা1 মন্ডল এর সভাপতি হিমাংশু মন্ডল, মন্ডল সভাপতি অমিত ঘোষ ছাড়াও বিজেপির বিভিন্ন কর্মী কার্য কর্তারা এদিন উপস্থিত ছিলেন। এ দলীয় কার্যালয় হওয়াতে খুশি সকলে।

No comments:

Powered by Blogger.