ঝাড়খন্ড মুক্তি মোর্চার ছাত্র সংগঠন থেকে তৃণমূল ছাত্র সংগঠনে যোগদান শতাধিক ছাত্রের



মালদা Update ডেস্ক: গাজোল 6 সেপ্টেম্বর গাজলের কদুবাড়ি তুড়িপাড়া মোড় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝারখন মুক্তি মোর্চা ছাত্র সংগঠন থেকে প্রায় শতাধিক ছাত্র তৃণমূল ছাত্র সংগঠনে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসুন রায় এছাড়াও উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ ,গাজোল কলেজ ইউনিটের সভাপতি শুভঙ্কর সাহা ।

প্রসুন রায় বলেন আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাত্র সংগঠনের সভাপতি চন্দন সিংহ সহ সভাপতি রানা দেবনাথ সম্পাদক জিৎ হেমব্রম সহ-সম্পাদক টিটন মন্ডল সুনিরাম হাজদা কোষাধক্ষ্য সঞ্জীব মিনা শতাধিক ছাত্র নিয়ে তৃণমূল ছাত্র সংগঠনে যোগদান করেন। পুরো কমিটি টাই যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ।তারা তৃণমূল ছাত্র সংগঠনের উন্নয়ন দেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও উন্নয়ন দেখে তৃণমূল ছাত্র সংগঠনে যোগদান করেন। এছাড়াও ঝারখন মুক্তি মোর্চার মহিলা মোর্চা থেকে বেশকিছু মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে ও দলীয় পতাকা তুলে দেওয়া হয়। চন্দন সিংহ ,রানা দেবনাথ জিৎ হেমরম তারা বলেন আমাদের ভুল বুঝিয়ে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ছাত্র সংগঠনে নেওয়া হয়েছিল আমরা ভুল বুঝতে পেরে এবং তৃণমূল ছাত্র সংগঠনের উন্নয়ন দেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উন্নয়ন দেখে আমরা আজ তৃণমূল ছাত্র সংগঠনে যোগদান করলাম ।আমরা এই ছাত্র সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব ও শক্তিশালী গড়ে তুলবো।

No comments:

Powered by Blogger.