মালদার মহদীপুর সীমান্তে বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য
মালদা Update ডেস্ক: কাস্টমস এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মহদীপুর সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করলো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। রবিবার সকাল থেকেই মহদীপুর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ সীমান্ত দিয়ে বাণিজ্য করতে গেলে কাস্টম অফিসার দের মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে রপ্তানি করতে সমস্যা তৈরি করেন কাস্টম আধিকারিকরা।
আরও অভিযোগ অফিস সময়েই অফিসে বসে মদ খান অফিসাররা। সেই কারণে বাধ্য হয়ে তারা আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রেখেছেন। যদিও কাস্টমসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীলকমল লস্কর। তিনি জানান সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র পেয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে এই বিষয়ে মহদীপুর সুপারেন্টেন্ড অফ কাস্টম অফিসার দেবাশীষ চক্রবর্তী জানান, তারা যে অসহযোগিতার অভিযোগ করছেন তা পুরোপুরি ভিত্তিহীন।
No comments: