রাজ্যের সেরা বিদ্যালয়ের সম্মান পেতে চলেছে মানিকচক শিক্ষানিকেতন
মালদা Update ডেস্ক: রাজ্যের সেরা স্কুলের তালিকায় মালদা জেলার মানিকচক শিক্ষা নিকেতন । শিক্ষক দিবসের দিন সেরা স্কুলের সম্মান পেতে চলেছে । রাজ্য স্তরের একাধিকবার বিভিন্ন রকম সম্মানে সম্মানিত ও নজরকাড়া ফলাফল করে মানিকচক তথা মালদার মুখ উজ্জ্বল করেছে ।
এই বছর মালদা জেলার দুইটি সেরা স্কুলের মধ্যে একটি মানিকচক শিক্ষা নিকেতন ২০১৬ সালের পর পুনরায় সেরা স্কুলের সম্মানে পুরস্কৃত হতে চলেছে । মানিকচকের পাশাপাশি গোটা জেলার শিক্ষামহলে খুশির হাওয়া। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিন পুরস্কার তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মূলত সেরা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের কিছু নিয়মাবলী রয়েছে , স্কুলের উন্নত পরিকাঠামো, সুবজায়ন , মিড-ডে মিল পরিবেশন, উন্নত মানের সাংস্কৃতিক পরিবেশ, ভালো পঠন-পঠন, নজরকাড়া ফলাফল, কন্যাশ্রী ক্লাব, শিশু সংসদ ইত্যাদি। আর এই গুলি বিষয়ে পরিপূর্ণ রয়েছে মানিকচক শিক্ষা নিকেতন ।
এই বিষয়ে প্রধান শিক্ষক জ্যোতি ভূষণ পাঠক বলেন আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান পেতে চলেছে মানিকচক শিক্ষা নিকেতন । একাডেমি স্তরের বারবার ভালো ফলাফল করায় এই পুরস্কার । এই পুরস্কার আমরা 2016 সালে পেয়েছি আবার ২০২০ সালে পেতে চলেছি। পাশাপাশি সবুজায়ন ,ভালো পঠন পাঠন ,মিড-ডে মিল এই সমস্ত বিষয়ের জন্য এই সম্মান । আমরা বিগত দিনে সবুজায়ন,মিড-ডে মিল রাজ্য স্তরে পুরুস্কার পেয়েছি । আমাদের মিড-ডে মিল উন্নত পরিকাঠামো নিয়ে রাজ্য ও জাতীয় স্তরে আলোচনা চলছে। আমার অবসরের ঠিক আগে এই সম্মান পেয়ে আমি খুব আনন্দিত ।
অন্যদিকে এই বিষয়ে মানিকচক ব্লক বিডিও জয় আমেদ বলেন রাজ্যের সেরা স্কুলের সম্মান পেতে চলেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল । এটা সত্যিই মানিকচক বাসীর কাছে গর্বের বিষয়। আমরা ব্লক প্রশাসন স্কুলের পাশে রয়েছি স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
No comments: