ভাঙনে হারিয়েছে সব, খাদ্য দান করে পাশে দাঁড়াল সহমর্মী ফাউন্ডেশন
মালদা Update ডেস্ক: কালিয়াচক ৩ ব্লকের বিরনগর ১ অঞ্চলের চিনাবাজার এলাকায় ভাঙ্গনে সর্বহারা মানুষদের সাতদিন ধরে খিচুড়ি খাওয়ানোর পর শুকনো খাবার বিতরণ করলো সহমর্মী ফাউন্ডেশন। শনিবার এলাকার সর্বহারা পরিবারগুলির হাতে শুকনো খাবার তুলে দিয়ে আগামীতে আবারো পাশে থাকার আশ্বাস তুলে দেন সহমর্মী ফাউন্ডেশনের সদস্যরা।
চিনাবাজার এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে টানা ভাঙ্গনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা।এলাকার শয়ে শয়ে পরিবার এখন গৃহহীন হয়ে পড়েছেন।গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে তাদের ভিটেমাটি বাড়ির সর্বত্রই।এমন অবস্থায় দুরবস্থা হয়ে রয়েছে এলাকার মানুষের। সেই আর্তপীড়িত মানুষদের পাশে দাঁড়ালো সহমর্মী ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত সাতদিন ধরে লাগাতার খিচুড়ি রান্না করে এই সর্বহারা মানুষদের খাওয়ান সহমর্মী ফাউন্ডেশন সংগঠনের সদস্যরা। শনিবার সংগঠনের সদস্যদের তরফে শুকনো খাবার বিলিয়ে করে আপাতত কর্মসূচির সমাপ্তি করেন। আগামীতে আরও ওই পরিবার গুলির পাশে থাকার বার্তা দেন সংগঠনের সদস্যরা।
No comments: