চোরাই মোটরসাইকেল পাচারের সময় ৩ পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ



মালদা Update ডেস্ক: সীমান্ত দিয়ে ওপারে চোরাই মোটরসাইকেল পাচারের আগেই ইংরেজবাজার থানার পুলিশ এর জালে মোটর বাইক সমেত 3 পাচারকারীকে ধরা পড়ে। শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মহদীপুর পিএইচই এলাকার থেকে 3 পাচারকারীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চোরাই চারটি মোটর বাইক। 

পুলিশ সূত্রে জানা যায় যে তাদের নাম শামসুদ্দিন শেখ আবু সাফিয়া ও রাহুল শেখ এদের প্রত্যেকের বাড়ি বৈষ্ণব নগর থানা শুক পাড়া এলাকায়। সেরা এদিন ওই এলাকায় চোরাই মোটর বাইক গুলি সীমান্ত দিয়ে ওপারে পাচার করার জন্য এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। শনিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:

Powered by Blogger.