হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি,রাতেই পরিদর্শনে বিজেপি প্রার্থী
মালদা আপডেট ডেস্ক: বৈশাখীর দোড়গোড়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি।মালদহের চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর অঞ্চলের দক্ষিনপাকা গ্রামে হঠাৎ ঝড়ের আঘাতে মুহূর্তেই একাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।
ঝড়ে উপড়ে গেছে গাছপালা।বৃহস্পতিবার রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।তিনি পরিদর্শনে গিয়ে দুর্গতদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।এবং ব্লক প্রশাসনকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওই এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২০ থেকে ২২ টি কাঁচা-পাকা ঘরবাড়ি।ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র সহ টিন।
আশ্রয়স্থল খুইয়ে বিপাকে পড়েছে একাধিক পরিবার।
তবে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে কাচবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরী।এছাড়া চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।বিশেষ করে কলা ও ভুট্টা চাষের বিপুল পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। পঞ্চায়েতের তরফে ঘরপোড়া দুর্গতদের ত্রানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পঞ্চায়েত প্রধান।
No comments: