হায়দরাবাদ থেকে মালদা, আসাদুদ্দিন ওয়েসির হুঙ্কার
মালদা আপডেট ডেস্ক: বৃহস্পতিবার মালদায় জনসভা করলেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলেন "গত লোকসভা নির্বাচনে এআইএমআইএম লড়াই করেনি। তবে কেন উত্তর মালদায় মৌসম নূর হেরেছেন? কীভাবে বিজেপি রাজ্যে ১৮টি আসন পেল? কারণ তৃণমূলের লোক বিজেপিকে ভোট দিয়েছে। এখন তৃণমূল বলছে আমি নাকি বিজেপিকে সাহায্য করতে লড়াইয়ে নেমেছি। এই নির্বাচনে আপনারা আমার ভাইকে ভোট দিন। আমার ভাইয়ের তৃণমূলের গুণ্ডাদের দেখে ভয় নেই।" চাঁচলে জনসভা করতে এসে তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।
আসন্ন বিধানসভা নির্বাচনে মালতিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে এইআইএমআইএম। দলীয় প্রতীকে ওই কেন্দ্র থেকে লড়াই করবেন মতিউর রহমান। প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার জনসভা করলেন আসাদুদ্দিন ওয়াইসি। আজ দুপুরে ইটাহারের জনসভা শেষ করে চাঁচলের জালালপুর হাইস্কুল মাঠে সভা করলেন তিনি। সভা মঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
No comments: