নির্বাচনের আবহেই ১৭৫ বোতল চোরাই মদ সহ ধৃত ১
মালদা আপডেট ডেস্ক: বিহারে মদ পাচারের আগেই পাকড়াও হল এক ব্যক্তি।অটোতে আনাজের নিয়ে যাওয়ার ছদ্মবেশে বস্তায় করে মদ পাচার করছিল বলে খবর।আজ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বিহার সীমান্ত কুশিদার ঘটনা।পুলিশ জানায়,ধৃতের কাছ থেকে ১৭৫ বোতল মদ উদ্ধার হয়েছে। ধৃত ওই ব্যক্তির নাম নিবারণ রায়।তবে নির্বাচনীতে সীমান্ত অনুযায়ী ওখানেই নাকা চেকিং রয়েছে।নির্বাচনী আবহে এমন অবৈধ কারবারি রুখে পুলিশ নিজেকে সাফল্য মনে করছে।
No comments: