মনোনয়ন দাখিলে বিক্ষুব্ধ বিজেপি নেতা, ফিরে এলেন স্ত্রীর কথায়
মালদা আপডেট ডেস্ক: প্রার্থী বদলের দাবিতে একাধিক সময় সুর চড়িয়েছিলেন। যদিও দল তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ তুলে দলত্যাগের সিদ্ধান্ত নেন বিজেপি নেতা নিতাই মণ্ডল। সেই মোতাবেক ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে ইস্তফা পত্র পাঠানোর পাশাপাশি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নেন। বুধবার মনোনয়ন পেশের কথা। সেই মোতাবেক মনোনয়ন পেশের লক্ষ্যে সমর্থকদের সঙ্গে নিয়ে রওনা দেন তিনি। যদিও শেষ অবধি স্ত্রী’র আবেদনে সারা দিয়ে মনোনয়ন পেশের সিদ্ধান্ত থেকে পিছু হটেন তিনি।
নিতাই মণ্ডল পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও বটে। মালদা বিধানসভা ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী পদের দৌড়ে খীনিক এগিয়েই ছিলেন তিনি। যদিও শেষ অবধি প্রার্থী হিসেবে গোপাল সাহার নাম ঘোষণা করে দল। তাঁর জাতিগত শংসাপত্র ভুয়ো বলে দাবি করেন নিতাই। এনিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করা হয়। পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে দফায় দফায় জেলা নেতৃত্বের কাছে দরবার করেন নিতাই ও তাঁর সমর্থকরা। যদিও দলের তরফে প্রার্থী বদল করা হয়নি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন প্রায় হাজার কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
No comments: