ভস্মীভূত দিনমজুরের বাড়ি, পাশে দাঁড়ালেন তৃণমূলের বিধায়ক
মালদা আপডেট ডেস্ক: আগুনে ভস্মীভূত এক দিনমজুরের বাড়ি। ঘটনাস্থল পরিদর্শনে যান মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্সি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার চাচোল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে। ওই গ্রামের পেশায় দিনমজুর আলাউদ্দিন সে কার বাড়িতে আগুন লেগে গোটা বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ঘরের মধ্যে মজুদ থাকা আসবাবপত্রসহ সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে যে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। এদিল এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যান মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্স।
No comments: