দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে ইংরেজবাজার থানা ঘেরাও
মালদা আপডেট ডেস্ক: কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার রাত্রে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা।
যুব মোর্চার সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান যুব মোর্চার কর্মীরা। পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা করেছে এই শ্লোগান দেন যুব মোর্চার কর্মীরা। যদিও বিজেপি যুব মোর্চার এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মালদা জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ জানান, বিজেপি নেতা কর্মীরা গেলে মানুষ পালিয়ে যাচ্ছেন। তাই খবরের প্রচারে আসার জন্য নিজেরাই গাড়িতে হামলা করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
No comments: