মুখ্যমন্ত্রীর জনসভা, মালদা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে
মালদা আপডেট ডেস্ক: মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনিক মহলে। নির্বাচন ঘিরে মালদায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশে এপ্রিল মানিকচক বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র হয়ে বিশাল জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। আর সেই জনসভায় তিনি ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল শিবির। নিরাপত্তা বিষয়ক দিকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসনিক মহল। রীতিমতো ড্রোন উড়িয়ে সভাস্থল নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছে প্রশাসনের কর্তারা।
মালদা জেলার অন্যান্য প্রার্থীদের প্রচার এর পাশাপাশি মানিকচক বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র হয় একুশে এপ্রিল মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসনের কর্তারা পৌঁছে যান সভাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখতে। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাস সহ প্রশাসনের কর্তারা। এছাড়াও ছিলেন মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদীপ সরকার,তারিকুল ইসলাম,আশীষ সিনহা,মোহাম্মদ আসাউজ্জামান সহ তৃণমূল নেতৃত্ব। একুশে এপ্রিল দুপুর নাগাদ মথুরাপুর উচ্চ বিদ্যালয় ময়দানে হেলিকপ্টারে এসে পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কয়েক মিটার দূরে বিদ্যালয়ের অন্য এক ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে জেলা পুলিশের কর্তারা হেলিকপ্টার নামার মাঠ ও জনসভার মাঠ ড্রোন উড়িয়ে বিভিন্ন দিক সহ আশেপাশের এলাকা খতিয়ে দেখেন। নিরাপত্তা বিষয়ক দিকের পাশাপাশি কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না সামনে আছে সেদিকে লক্ষ্য রেখে জোর তৎপরতা রয়েছে পুলিশ প্রশাসনে।
এ প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদীপ সরকার জানান, নেত্রীর সভা দলীয় করবে সমর্থকের ভীড় উপচে পড়া হবে। প্রশাসনের কর্তারা নিরাপত্তাবিষয়ক সমগ্র দিক খতিয়ে দেখেছেন। দলীয় কত হবে সভার বিভিন্ন প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। প্রায় 50 হাজারেরও বেশি দলীয় কর্মী সমর্থকরা নেত্রীর বক্তব্য শুনতে উপস্থিত থাকবে এই সভায়।
No comments: