উত্তরবঙ্গের কোন কোন বুথে আজ নির্বাচন, দেখে নিন এক ঝলকে

মালদা আপডেট ডেস্ক: উত্তরবঙ্গের আজ বেশ কয়েকটি বিধানসভায় নির্বাচন। সকাল থেকেই সাধারণ মানুষ লাইন দিয়েছেন এই বিধানসভাগুলিতে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নক্সালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ার প্রার্থী ভাগ্য পরীক্ষা হবে শনিবারের পঞ্চম দফার নির্বাচনে। তবে সকালবেলাতেই চোখে পড়ল শিলিগুলির  একটি বুথে বহু মানুষ ভীড় জমিয়েছেন। 



No comments:

Powered by Blogger.