নির্বাচনের আগে ১০০ চোরাই মোবাইল সহ ধৃত ৩

মালদা আপডেট ডেস্ক:  নির্বাচনের মুখে নজরদারি চালানোর সময় শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ । মঙ্গলবার সকালে নারায়নপুর এলাকা চেঁচুমোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি চার চাকার গাড়িতে অভিযান চালায় পুলিশ।  

সেই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে নির্দিষ্ট একটি বেসরকারি কোম্পানির ৫৩৭টি পুরনো চোরাই মোবাইল। যেগুলি বস্তাবন্দী করে কালিয়াচক থানা এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এত বিপুল পরিমাণ একই কোম্পানির পুরনো মোবাইল কি কারনে পাচার করা হচ্ছিলো, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ ইউনিস , মহম্মদ ফিরোজ এবং মহম্মদ জাভেদ। এদের বাড়ি বিহারের কাঠিহার এলাকায়। এই ঘটনায় একটি চার চাকার গাড়ি আটক করেছে পুলিশ। সেই গাড়িতে বস্তাবন্দি করে মোট ৫৩৭টি ব্যবহৃত চোরাই মোবাইল পাচার করা হচ্ছিলো। এই মোবাইলগুলি বিহার থেকে নিয়ে আসা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।

No comments:

Powered by Blogger.