রতুয়ায় নির্দল প্রার্থী পায়েল খাতুনের সমর্থনে বাইক ব়্যালি
মালদা আপডেট ডেস্ক: রতুয়া ৪৮-বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুনের সমর্থনে রতুয়া অঞ্চলে পদযাত্রা করা হলো মঙ্গলবার।পাশাপাশি এদিন রতুয়া বিধানসভা এলাকায় বাইক রেলির আয়োজন করা হয়।এদিন প্রায় কয়েক হাজার বাইক নিয়ে কর্মী-সমর্থকরা গোটা বিধানসভা এলাকা পরিক্রমা করে নির্দল প্রার্থী পায়েল খাতুনের সমর্থনে।এদিন প্রার্থী হুডখোলা গাড়িতে চরে এলাকার মানুষদের কাছে দুই হাত জোড় করে ভোটের আবেদন জানান।
No comments: