মালদার মহানন্দা বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১



মালদা Update ডেস্ক: শনিবার সকাল পাঁচটা নাগাদ মালদা মহানন্দা দ্বিতীয় সেতু 34 নম্বর বাইপাস রোডের উপর গাজোল গামি এক ট্রাকের সাথে বুলেরো গাড়ি ধাক্কা মারে। তারপর দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়ি টি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ট্রাকের চালক পলাতক, এবং ঘটনাস্থলে বোলোরো গাড়ির খালাসী মারা যায়।ও আহত হয় কয়েকজন। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠায়, মৃতদেহ পাঠানো হয় মর্গে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Powered by Blogger.