মালদায় অনুষ্ঠিত কুড়মী সম্মেলন ও করম পরব



মালদা Update ডেস্ক: গাজলের চাকনগর অঞ্চলের চাকনগর আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে কাটি কান্দর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে চাকনগর অঞ্চল আদিবাসী কুড়মী সম্মেলন ও করম পরব (পূজা )অনুষ্ঠিত হয় ব্যাপকভাবে ।এ সম্মেলন ও পূজা উপলক্ষে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আদিবাসী নিয়ম-নীতি মেনে করম পরব বা পূজা অনুষ্ঠিত হয় ।এ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নিয়ম মেনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments:

Powered by Blogger.