রাধা অষ্টমী উপলক্ষে মালদা শহরের ইসকন মন্দিরে হল বিশেষ অনুষ্ঠান
মালদা Update ডেস্ক: বুধবার রাধা অষ্টমী উপলক্ষে মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় শ্রীশ্রী রাধা গোকুলনাথ ইসকন মন্দিরে সকাল থেকে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে আরাধনায় মাতলেন ভক্তরা।
প্রত্যেকবার জাঁকজমক করে পালন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে ঘটা করে পালন করা হচ্ছে রাধা অষ্টমী। এই দিনে হাজার হাজার মানুষের সমাগম হলেও এবার সামান্য কিছু ভক্তদের সমাগমেই পালন করা হচ্ছে উৎসব। তাই সকাল থেকে ভক্তরা কেউবা মালা গাঁথতে ব্যস্ত আবার কেউবা ব্যস্ত খোল কর্তাল বাজিয়ে নাম সংকীর্তন করে রাধা কৃষ্ণের আরাধনায়।
No comments: