মালদার সাহাপুরে অভিনব কায়দায় চুরি, পালাতে গিয়ে ধৃত এলাকারই চোর



মালদা Update ডেস্ক: ঘটনাটি ঘটেছে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট পুর এলাকায়। গত দুদিন আগে নাসিরুল সেখ পরিবারসহ বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। সে সময় এলাকারই বাসিন্দা তিনজন তাদের উপর নজর রাখে কোথায় যাচ্ছে এবং কখন আসবে। গভীর রাতে সেই ফাঁকে পাশের বাড়ির ছাদ দিয়ে ঢুকে পরে নাসিরুল শেখ এর বাড়িতে। 

ঢোকার পর বাড়ির শোকেস ভেঙ্গে চুরি 1 ভরি সোনা সহ নাকের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বাড়ি মালিকের। নাসিরুল বাবু জানান তার বাড়িতে তালা বন্ধ করে তারা এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। ফিরে এসে দেখে বাড়ির শোকেস ভাঙ্গা চুরি গেছে সোনার কানের এবং নাকের। তাদের প্রতিবেশী মোবারক সেকের উপর তাদের সন্দেহ হয়কারন সে প্রতিনিয়ত ও তাদের বাড়ি যাতায়াত করতো। 

জিজ্ঞাসাবাদ করতে মোবারক স্বীকার করে নেয় আহেদুল সঙ্গে আরেকজন এবং সে মিলে এই চুরি করেছে। জানাজানি হতেই আহেদুল পলাতক। বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে। আজ পুরাতন মালদা থানার পুলিশ মোবারককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এবং ঘটনার তদন্ত শুরু করে। এ নিয়ে চাঞ্চল্য দেখা যায় এলাকায়।

No comments:

Powered by Blogger.