রতুয়ার পরানপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
মালদা Update ডেস্ক: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া-২ ব্লকের পরানপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম নাসরিন বিবি (১৯)বাবার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।
জানা গিয়েছে,১১ মাস আগে নাসরিনের বিয়ে হয়েছিল রতুয়া-২ ব্লকের পরানপুর নিমলদিঘির নুর আলমের সাথে। মৃত গৃহবধূর বাবা আনিসুর রহমান জানান গতকাল রাতে প্রতিবেশীর টেলিফোন মারফত জানতে পারলাম মেয়ের মৃত্যুর সংবাদ।
এসে দেখি আমার মেয়ের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। এখানে এসে জানতে পারি মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করবে সেভেবে কূলকিনারা পাচ্ছিনা। আমি চাই পুলিশ ঘটনার তদন্ত করে মৃত্যুর আসল রহস্য বের করুক।এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত গৃহবধূর বাবার বাড়ির তরফ থেকে থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে এটি নিছক আত্মহত্যা না খুন জানা যায়নি। এদিকে অ-স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামেছে পুখুরিয়া থানার পুলিশ।
No comments: