মালদায় তৃণমূলে যোগদান অব্যাহত, মালতিপুরে প্রচুর মানুষের দলবদল
মালদা Update ডেস্ক: উত্তর মালদা জুড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। আগামী বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফলের আশায় রয়েছে তৃণমূল। সেই নির্বাচনকে লক্ষ্য করে এগিয়ে চলেছে জেলা নেতৃত্ব। তাই এই দিন মালতিপুর বিধানসভার গৌঢ়হন্ড অঞ্চলের এনায়েত নগর এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় দুই শতাধিক কর্মী।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের উত্তর মালদার কো-অর্ডিনেটর তথা আইএনটিটিইউসি জেলার সভাপতি ডক্টর মানব ব্যানার্জি ও মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সি। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন, মালতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান সহ তৃণমূলের কর্মী ও সমর্থকরা।এই দিন ওই এলাকার প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকরা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের দলে স্বাগত জানান তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
No comments: