প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী, প্রতিবাদে রাস্তা খুঁড়ে দিল গ্রামবাসী
মালদা আপডেট ডেস্ক: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মীয়মান রাস্তার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুড়িয়াপাড়া গ্রামে৷ গ্রামবাসীদের ক্ষোভ দেখে কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদার সংস্থার লোকজন৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চায়েত প্রধান৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ভাবুক গ্রাম পঞ্চায়েতের চেচু মোড় থেকে চিরাকুঠি গ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পিচ রাস্তার অনুমোদন মেলে৷ এই কাজের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়৷ দীর্ঘদিন আগে কাজ শুরু হলেও ঠিকাদার সংস্থার ঢিলেমিতে সেই কাজ এখনও শেষ হয়নি৷ এখন নাককাটি মোড় এলাকায় সেই কাজ চলছিল৷ স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা খুব নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে৷ পিচের রাস্তা নির্মাণের আগে যে রাসায়নিক দেওয়া হয়, তা দেওয়া হচ্ছে না৷ পিচের চাদর কোথাও এক ইঞ্চি, কোথাও বা তার অর্ধেক দেওয়া হয়েছে৷ কোনও ভারি গাড়ি কিংবা ট্র্যাক্টর জোরে ব্রেক কষলেই সেই চাদর উঠে যাবে৷ গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার কাছে কাজের শিডিউল দেখতে চাইলেও তা দেখানো হচ্ছে না৷ ধুলো মাটির ওপরেই পিচ ফেলে দেওয়া হয়েছে৷ ফলে কাজ শেষ হওয়ার আগেই সেই পিচের চাদর উঠে যাচ্ছে৷ এনিয়ে আজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে ঠিকাদার সংস্থার লোকজন সব মালপত্র ফেলে রেখে পালিয়ে যায়৷ গ্রামবাসীদের দাবি, শিডিউল অনুযায়ী এই কাজ করতে হবে৷
No comments: