মহিলা সংগঠন কে চাঙ্গা করতে রতুয়া বিধানসভায় তৃণমূলের মহিলা কর্মী সভা
মালদা আপডেট ডেস্ক: আগামী 26 শে এপ্রিল মালদা জেলার রতুয়া বিধানসভা নির্বাচন হতে চলেছে l নির্বাচনকে কেন্দ্র করে মহিলা সংগঠন কে চাঙ্গা করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস l তৃণমূল কংগ্রেসের রতুয়া বিধানসভার প্রার্থী সুমন মুখার্জী সমর্থনে মালদা জেলা নেতৃত্ব একটি মহিলা কর্মী সভা করেন l উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি সরকার ,তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মানব ব্যানার্জি সহ রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা l এদিনের কর্মীসভা রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার মির্জাপুর এলাকায় অনুষ্ঠিত হয় l চৈতালি সরকার মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন 26 তারিখ ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সমর মুখার্জী কে জয়যুক্ত করুন এবং উন্নয়নের ধারা বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন l
No comments: