তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ফালাকাটা

মালদা আপডেট ডেস্ক:  ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ফালাকাটার হরিনাথপুর। এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে নয় জন। এরমধ্য়ে ছ’জন তৃণমূল ও তিনজন বিজেপির কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। দু’পক্ষের দু’জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। দু’জনকেই প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এনিয়ে তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, ‘গত লোকসভা ভোটে ওই বুথে বিজেপি এগিয়ে থাকলেও এবারে আমাদের লিড হবে। আক্রান্ত পরিবারটি এবারের ভোটে তৃণমূলের হয়ে এলাকায় প্রচণ্ড খেটেছে। তৃণমূল করার অপরাধে এদিন বিজেপি কর্মীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। বিজেপি ফালাকাটার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে চাইছে। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করছি।’

বিজেপির ১৪ নম্বর মণ্ডল সভাপতি চন্দ্রকিশোর বিশ্বশর্মা অবশ্য বলেন, ‘তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। গতকাল ভোটেও ওরা এলাকায় বিজেপি সমর্থকদের ব্যাপক হুমকি দিয়েছে। ভোটের পর অনেক বিজেপি সমর্থকের বাড়িতে ঢিল ছুড়েছে। এদিন তৃণমূলই প্রথমে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। পরে তারা প্রতিরোধ গড়ে তোলেন।’

ফালাকাটা থানার আইসি সোনাতন সিংহ বলেন, ‘দু’পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

No comments:

Powered by Blogger.