মালদায় গঙ্গার পার ভাঙনে আতঙ্ক, নদী গর্ভে বাঁধ

মালদা আপডেট ডেস্ক: সোমবার বিকেলে ভূতনির কোশিঘাটের কাছে নতুন করে গঙ্গার পাড় ভাঙন শুরু হয়েছে। ভাঙনের জেরে এদিন সন্ধ্যায় বাঁধের ১৫-২০ মিটার অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এদিকে, বাঁধ রক্ষার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার প্রণবকুমার সামন্ত।

সোমবার বিকেলে কোশিঘাটের কাছে এক কিলোমিটার এলাকায় পাড় ভাঙন শুরু হয়। ভাঙনের জেরে বাঁধের একাংশ তলিয়ে গিয়েছে। সেচ দপ্তরের আশঙ্কা, যেভাবে নদীর জল সমুদ্রের ঢেউয়ের মতো যেভাবে বাঁধের ওপর আছড়ে পড়ছে, তাতে বাঁধের আরও ক্ষতি হতে পারে।

সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার প্রণবকুমার সামন্ত জানান, বাঁধ রক্ষার জন্য তাঁরা রাত জেগে কাজ করছেন। বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চলছে।s

No comments:

Powered by Blogger.